আখচাষিদের মধ্যে ভর্তুকির টাকা ও আখের মূল্য পরিশোধের নিমিত্ত যথাক্রমে ই-গেজেট ও মোবাইল ব্যাংকিং ঠাকুরগাঁও সুগার মিলে সফলভাবে চালু করা হয়েছে। চিনির বাজারমূল্য স্থিতিশীল রাখাসহ ভোক্তাসাধারণের মধ্যে আখের চিনি পৌঁছে দেয়ার লক্ষ্যে ১ ও ২ কেজির প্যাকেটজাত চিনি বাজারজাত করা হয়েছে। ঠাকুরগাঁও সুগার মিলের অব্যবহৃত জমিসমূহকে চাষ উপযোগী করে ফলের চাষাবাদ করা হচ্ছে। এ ছাড়াও ঠাকুরগাঁও সুগার মিলে কেন্দ্রীয়ভাবে সিসি ক্যামেরা মনিটরিং সিস্টেমের আওতায় আনার কাজ সম্পন্ন হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস